করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে। তবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে, এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৫১৭ জনে।
Advertisement
রোববার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিবি আমেনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিবি আমেনা হালিশহর এলাকার বাসিন্দা। তিনি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, চারদিন আগে করোনাসহ নানারকম শারীরিক জটিলতা নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
Advertisement
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষায় কারো দেহে করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৫১৭ জনে। এর মধ্যে নগরের হাসপাতালগুলোতে ৯৪ হাজার ৪৩৮ জন ও জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ হাজার ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম