চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র নির্বাচনের ভোটগ্রহণ চলছে এফডিসিতে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
Advertisement
জানা গেছে, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল মো. কিবরিয়া লিপু ও পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার এম এ জাহান,পরিচালক মো. সাফি উদ্দিন সাফি, জসিম উদ্দিন, পরিচালক অপূর্ব রায়, রশিদ আমির, অভিনেত্রী রিয়ানা রহমান পলি, জসিম উদ্দিন, শাহ মো. আলমগীর বাচ্চু, মো. এনামুল হক শাহ (মুকুল) ও আলোচিত প্রযোজক নজরুল রাজ।
অন্যদিকে আতিকুর রহমান লিটনের নেতৃত্বে প্যানেলে আছেন সাইদুর রহমান লিটন, আবদুল রহমান, সাজেদুল হক ও মো. ফরসাল।
Advertisement
এমআই/এমএমএফ/জেআইএম