খেলাধুলা

এশিয়া কাপে ফেভারিট বাংলাদেশ : ইনজামাম

বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে সফল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ভারত-দক্ষিণ আফ্রিকার মত দৈত্য বধ। এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ।  সাম্প্রতিক ঘটনাবলি ও মাঠের খেলাতে এবারের এশিয়া কাপে এগিয়ে থাকবে স্বাগতিক বাংলাদেশ। এমনটাই মনে করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও আফগানিস্তান দলের বর্তমান কোচ ইনজামাম উল হক। আর যেকোনো কন্ডিশনে ভারত টি-টোয়েন্টিতে বিশ্ব সেরাদের কাতারে বলে মন্তব্য করেন তিনি।    ইনজামাম বলেন, আপনি টি-টোয়েন্টিতে ফেভারিট তত্ত্ব খাটাতে পারবেন না। যেকোনো দিন যে কেউ জিততে পারে এই খেলায়। তবে আমি বাংলাদেশ ও ভারতকে এগিয়ে রাখবো, কারণ ভারতের দলটিতে এমন কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো মুহূর্তে ম্যাচ বদলাতে সক্ষম। আর বাংলাদেশ বর্তমানে ভালো খেলছে। তাছাড়া নিজেদের তারা শক্তিশালী প্রতিপক্ষ।তিনি আরও বলেন,  গত ক`বছরে বাংলাদেশ দলেও বেশ কিছু ক্রিকেটার উঠে এসেছেন যারা ক্রিকেটের উত্থানের সারথি। মুস্তাফিজ, সাব্বিররা যেমন আছে, তেমনি নেতৃত্বে আছে সাকিব-তামিমরা। নতুনদের উদ্যম ও পুরনোদের অভিজ্ঞতা নিয়ে বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।ইনজামাম বলেন, বাংলাদেশে আছে তামিমের মতো ওপেনার ও সাকিবের মত অলরাউন্ডার, সামনের দিনগুলোতে আরো দুর্ধর্ষ হবে এই দলটি।` এশিয়া মহাদেশে ক্রিকেটের উত্থান নিয়েও বেশ খুশি এই সাবেক পাকিস্তান অধিনায়ক।এমআর/পিআর

Advertisement