ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে বরগুনা নৌবন্দরে ৩৬৫টি মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
Advertisement
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ৪৯ নিরীহ যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের স্মরণে এক বছর পূর্তি উপলক্ষে ৩৬৫টি মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণে লঞ্চ মালিকদের বিরুদ্ধে দুটি মামলা হলো। কিন্তু মামলার অগ্রগতি সন্তোষজনক নয়। মামলার সব আসামিরা জামিনে আছেন। তাদের দ্রুত শাস্তির আওতায় আনা না হলে এরকম দুর্ঘটনার শিকার আবারো হতে হবে। তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
Advertisement
স্মরণ সভায় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জয়দেব রায়।
গত বছরের ২৩ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। আগুনে দগ্ধ হয়ে মারা যান ৪৯ যাত্রী।
এসজে/এমএস
Advertisement