দেশজুড়ে

দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে: মোস্তফা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অন্য দলের সমর্থকরাও লাঙল মার্কায় ভোট দেবেন বলে আশা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ও সদ্যবিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

Advertisement

তিনি বলেছেন, দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চেয়েছি। আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি তখন সব দলকে সমান গুরুত্ব দিয়েছি। দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রচার-প্রচারণার ১৬তম দিনে রংপুর প্রেস ক্লাব এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা জানান।

মোস্তফা বলেন, মেয়রের চেয়ার একদম নিরপেক্ষ। বিগত সময়ে এই চেয়ারে বসে দলবাজি হলেও আমি কোনো দলবাজি করিনি। এ কারণে দলমত নির্বিশেষে সবার ভোট আমি প্রত্যাশা করছি। আশা করছি ইনশাআল্লাহ, অনেক দলেরই একটা বিশাল পারসেন্টেন্স আমি পাব, এটা আমার প্রত্যাশা।

Advertisement

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ভোটে অংশগ্রহণ না করায় এবং জামায়াতের প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে এসেছেন। এছাড়া বিএনপি জোটেরও কোনো প্রার্থী না থাকায় তাদের ভোট লাঙলে পড়বে বলেও আশা করেন মোস্তফা।

সদ্যবিদায়ী এই মেয়র বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে পরশুদিন কথা হয়েছে এবং আজকেও কথা বললো। রংপুরে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হয় সেজন্য তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনে অনুরোধ জানাবো।

কোনো ধরনের সংঘাত ছাড়াই যেন একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয় সেজন্য সব প্রার্থীকে আহ্বান জানান তিনি।

এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে রসিক নির্বাচন। এতে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে এবং ভোটকেন্দ্রগুলো থাকবে সিসিটিভির আওতায়। এবার মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন।

জিতু কবীর/এমআরআর/এমএস