ভারতে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়। এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
Deeply pained by the loss of lives of the Indian Army personnel due to a road accident in North Sikkim.The nation is deeply grateful for their service and commitment. My condolences to the bereaved families. Praying for the speedy recovery of those who are injured.
Advertisement
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তাদের সেবা ও প্রতিশ্রুতির কারণে জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবাগুলোর প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
কেএএ/