কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
Advertisement
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উলিপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার তবকপুরে অবস্থিত এসএফবি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
Advertisement
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধ ইটভাটা বন্ধ ও পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম
Advertisement