গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের তিন বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারের দাবি।
Advertisement
স্থানীয় মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান জানান, বেলা পৌনে ১১টার দিকে বাজারে আজাহার আলী ব্যাপারীর পাটের গুদামে আগুন লাগে। গুদামের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে আমার বাড়িসহ তিনটি বাড়ি ভস্মীভূত করে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ৯৯৯ নম্বরে ফোন করে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টা পর গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুদামে থাকা ৫০ লাখ টাকার পাটসহ তিনটি বাড়ির অন্তত চার কোটি টাকার সম্পদ পুড়ে যায়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
Advertisement
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের বিষয়ে ঊর্ধ্বতনকে জানানো হয়েছে।
আরএইচ/এএসএম