দেশজুড়ে

শ্রমিক নেতাকে পৌরসভার প্রধান নির্বাহীর চড়, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় এক শ্রমিক নেতাকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মারধরের জেরে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভাদুঘর পৌর বাস টার্মিনাল এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

Advertisement

পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এবছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় বিজয়মেলা আয়োজন করেছে। রাতে বাস টার্মিনালে বাস রাখার স্থানে মেলার প্যান্ডেলের বাঁশ ছিল। এতে বাস রাখতে সমস্যা হচ্ছিল। টার্মিনালের চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়া রুটের বাস শ্রমিক নেতা মো. জাকিরের নেতৃত্বে পুঁতে রাখা বাঁশগুলো উপড়ে ফেলেন শ্রমিকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মো. জাকিরকে চড় মারেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে বাস রেখে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে ও ঘটনার বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

Advertisement

শ্রমিক নেতা মো. জাকির অভিযোগ করে বলেন, বাস টার্মিনাল এলাকায় মেলা দেওয়ায় বাস রাখতে সমস্যা হচ্ছে। বিষয়টি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুসকে জানালে, তিনি উচ্চবাচ্য করে টার্মিনালের বাইরে বাস রাখতে বলেন। এই ঘটনার প্রতিবাদ জানালে তিনি আমাকে কয়েকটি চড় মারেন। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।

এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুসের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেনি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা জাগো নিউজকে জানান, শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তারা অবরোধ তুলে নিয়েছে। বুধবার দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করতে আমরা বসবো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর