জাতীয়

৩৪তম বিসিএসের ক্যাডারবঞ্চিতদের মানববন্ধন

৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডারবঞ্চিতরা নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন ৩৪তম বিসিএস পাস করা ক্যাডারবঞ্চিত ফোরামের সদস্যরা।৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগ, নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  এর আগে একই দাবিতে গত ৬ ফেব্রুয়ারি শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে তিনজনকে আটক করে পুলিশ। ৩৪তম বিসিএসের ফল প্রকাশের পর থেকেই জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনার, জাতীয় জাদুঘর ও পিএসসি কার্যালয়ের সামনে বেশ কয়েক দফা অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।আন্দোলনকারীদের দাবি, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মাত্র ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফলে এ পরীক্ষায় বিপুলসংখ্যক উত্তীর্ণ মেধাবী পদবঞ্চিত হয়েছেন। এই বৈষম্য দূর করে ৩৩তম বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে।প্রসঙ্গত, ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৭৬৩ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। কিন্তু ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী কৃতকার্যদের ৬৭২টি শূন্যপদ পূরণ করে ফলাফল পুনঃপ্রকাশের দাবি করছেন আন্দোলনকারীরা।এনএম/এনএফ/আরআইপি

Advertisement