সাহিত্য

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের লেখক সম্মাননা অনুষ্ঠিত

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে সদস্য লেখকদের সম্মাননা দেওয়া হয়েছে। লেখকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র ও সম্মানি তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

Advertisement

২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে প্রথমবারে মতো আয়োজিত ‘লেখক সম্মাননা-২০২২’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসির সভাপতি মামুন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

অনুষ্ঠানে কবিতা, ইতিহাস-গবেষণা, গল্প-উপন্যাস, অনুবাদ, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান ক্যাটাগরিতে ৫০ জন নির্বাচিত লেখককে সম্মাননা দেওয়া হয়। অংশগ্রহণকারী বাকি লেখকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

লেখক সম্মাননা অনুষ্ঠান প্রসঙ্গে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার বিশ্বাস সাব-এডিটরস কাউন্সিলের সামনের অনুষ্ঠানে আরও বেশি লেখা পাওয়া যাবে। এ ধরনের অনুষ্ঠান নিঃসন্দেহে প্রশংসনীয়।’

Advertisement

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনে বক্তব্য দেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সভাপতি কেএম শহিদুল হক, সাবেক সভাপতি শাহ মুহাম্মদ মোতাসিম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ খানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ও লেখকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত লেখকদের মধ্যে আসিফ, সানজিদা সুলতানা ও জাহাঙ্গীর সুর বক্তব্য দেন।

এতে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীম, কবি প্রাবন্ধিক-গবেষক মজিদ মাহমুদ, কথাসাহিত্যিক ড. হাসান অরিন্দম, কবি ও গবেষক আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক মনি হায়দার।

Advertisement

নির্বাহী কমিটিতে (জুরি) ছিলেন মামুন ফরাজী, আনজুমান আরা শিল্পী, আবুল হাসান হৃদয়, লাবিন রহমান, মনির আহমাদ জারিফ, মামুনুর রশিদ মামুন, জাফরুল আলম, হালিমা খাতুন, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, হাসান আহমেদ।

লেখক সম্মাননা উপ-কমিটিতে ছিলেন কবীর আলমগীর, শিবলী নোমানী, প্রতীক মাহমুদ, নাজিম উদ দৌলা সাদী, মো. নঈম মাশরেকী।

এসইউ/এমএস