মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বরই ছেড়াকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষকের দুই শতাধিক ফলন্ত বরই (আপেল কুল) এবং পেয়ারা গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত।
Advertisement
এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বাগানে গিয়ে এ অবস্থা দেখতে পান মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রামের স্কুলশিক্ষক সরাফত মোল্ল্যা।
ক্ষতিগ্রস্ত শিক্ষকের ভাষ্যমতে, বাগান থেকে বরই ছেড়াকে কেন্দ্র করে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে শিক্ষক সরাফত মোল্ল্যার ছেলে তানিম আহমেদের সঙ্গে স্থানীয় বখাটে তানজিদ, হাসিব ও আরজুর কথা-কাটাকাটি হয়। এসময় তারা বাগান নষ্ট করার হুমকি দিয়ে চলে যান। মঙ্গলবার সকালে শিক্ষক সরাফত মোল্ল্যা বাগানে গিয়ে দেখতে পান তার দুই শতাধিক ফলন্ত বরই ও পেয়ারা গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে।
Advertisement
এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সরাফত মোল্ল্যা। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এএসএম
Advertisement