আন্তর্জাতিক

হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইউক্রেন

বেলারুশ সীমান্ত থেকে নতুন করে রাশিয়ার হামলার আশঙ্কায় সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াচ্ছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, সম্প্রতি বেলারুশ সফরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদের আশঙ্কা বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়ার সেনারা। তাই আমরা সীমান্ত এলাকায় সেনা ও অস্ত্রের মজুদ বৃদ্ধি করছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৯ ডিসেম্বর) বেলারুশ সফরে যান ও দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন। তিন বছরের মধ্যে এবারই প্রথমবার বেলারুশ গেছেন রুশ প্রেসিডেন্ট।

বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেন হামলার শঙ্কা আরও বেড়েছে কারণ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানানো হয়, বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে তাদের সৈন্যরা।

Advertisement

ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন আরও জানান, হঠাৎ করেই পুতিনের বেলারুশ সফর ও দুই দেশের যৌথ সামরিক মহড়ার কথা শোনার পর রাশিয়া-বেলারুশের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছেন তার।

এদিকে, বেলারুশ এখনো সরাসরি যুদ্ধে যোগ না দিলেও, রুশ সেনাদের দেশটির সীমান্তে অবস্থান করতে দিয়েছে। সেখান থেকেই রুশ সামরিক বাহিনীকে ইউক্রেনের ভেতর হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

কিয়েভের দাবি, ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানে বেলারুশকে আরও বেশি সম্পৃক্ত হতে চাপ দিচ্ছে পুতিন প্রশাসন।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ দাবি করেন, বেলারুশকে কোনো ধরনের চাপ দিচ্ছে না রাশিয়া। এ তথ্য মিথ্যা ও ভিত্তিহীন।

Advertisement

এদিকে পুতিনের বেলারুশ সফরকে 'ওয়ার্কিং ভিজিট' বলে উল্লেখ করা হয়। উভয় দেশের প্রতিপক্ষের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া কাউকে শোষণ করতে চায় না। তবে কিছু শত্রু আছে, যারা বেলারুশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা শেষ করে দিতে চায়।

সূত্র: বিবিসি

এসএএইচ