খেলাধুলা

মেসির উদযাপনে ম্যারাডোনার হাসিমাখা মুখ দেখলেন পেলে

রোববার রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে অভিনন্দনে ভাসছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশেষ করে মেসি। আর্জেন্টিনার মাঠের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ই এখন মেসিদের প্রশংসায় পঞ্চমুখ। মেসি ও তার সতীর্থদের টুইট করে অভিনন্দন জানাচেছন তারা।

Advertisement

অভিনন্দন জানানোর তালিকা থেকে বাদ যাননি ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলেও। সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন পেলে। মেসিদের বিশ্বকাপ জয় উদযাপন দেখে ম্যারাডোনার হাসিমাখা মুখ দেখতে পেলেন পেলে।

তিনটি বিশ্বকাপ জেতা বিশ্বের একমাত্র ফুটবলার পেলে। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে পেলে ম্যারাডোনার দেশ এবং মেসিকে অভিনন্দন জানিয়েছে। অভিনন্দনবার্তায় পেলে ম্যারাডোনাকেই স্মরণ করলেন বেশি। পেলে বলেছেন, ‘নিশ্চিত দিয়েগো (দিয়েগো ম্যারাডোন) এখন হাসছেন।’ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বর থেকে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে লিখেছেন, ‘বরাবরের মতো ফুটবল তার গল্প বলেই চলেছে। খুবই চিত্তাকর্ষকভাবে গল্প বলছে ফুটবল। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতলো। ওর ফুটবলের যা গতি পথ, তাতে এটা ওর প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো (ম্যারাডোনা) এখন নিশ্চই হাসছে।’

Advertisement

পেলে তার পোস্টে আফ্রিকার দেশ মরক্কোর পারফরম্যান্সের প্রশংসা করতেও ভুলননি। যারা আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। সেমিফাইনালে তারা হেরে যায় ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফ্রান্সের কাছে হেরে।

পেলে তার পোস্টে উল্লেখ করেছেন, দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের কিলিয়ান এমবাপের কথাও। এমবাপের তিন গোলেই ফাইনাল জমে উঠেছিল ফাইনালের মতো। ২৩ বছর বয়সী এমবাপে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ১৯ বছর বয়সে ২০১৮ সালে। ওই ফাইনালে তিনি একটি গোলও করেছিলেন।

আরআই/আইএইচএস/

Advertisement