গতকাল ১৮ ডিসেম্বর ছিল কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ফাইনাল। আর্জেন্টিনা ও শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স মুখোমুখি হয় কাতারের লুসাইল স্টেডিয়ামে। তবে শুধু গ্যালারির দর্শকই নন, সারাবিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে যায়। উৎসবের আমেজে রুদ্ধশ্বাস এক ম্যাচ। শেষ হাসিটা হাসে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে।
Advertisement
গুগল ডুডলও সামিল হয়েছে এই জয়োৎসবে। গুগল ডুডলেও আজ উদযাপন করা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। ডুডলের জিআইএফে দেখা যাচ্ছে সেখানে স্থান পেয়েছে নীল রং। এটি আর্জেন্টিনার ফুটবল দলের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে করা হয়েছে। পাশাপাশি রয়েছে সোনালির ছোঁয়া। এই টুর্নামেন্টে মেসির হাতে উঠেছে ‘গোল্ডেন বল’। সে কারণেই ডুডলে জায়গা পেয়েছে সোনালি রং। তার মধ্যে থেকে খেলোয়াড়দের আনন্দ উদযাপন প্রকাশ করে হয়েছে বুটের আকৃতির কার্টুনের লাফালাফিতে।
বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। কখনো কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে তো কখনো বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল।
ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয়। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।
Advertisement
এসব কিছু ছাপিয়ে টেক জায়ান্ট গুগলও এক রেকর্ড করেছে। বিশ্বকাপ ফাইনালের কারণেই ঝুলিতে রেকর্ড এনেছে সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরের ট্রাফিকের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গুগলের ২৫ বছরের পথ চলার সবচেয়ে বেশি ট্রাফিক ছিল বিশ্বকাপ ফাইনাল চলাকালীন।
তবে শুধু গুগলেই নয়, বিশ্বের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে মেসি, এমবাপে এবং ফিফা বিশ্বকাপ ২০২২। সেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে ম্যাচ চলাকালীন এবং আর্জেন্টিনার জয়ের পরে।
সূত্র: লেটসলি
কেএসকে/এএসএম
Advertisement