জাতীয়

মিরপুরে এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হাজেরা বেগম (৪৫) ও মো. আরিয়ান (১৪)।

Advertisement

দগ্ধ অবস্থায় শনিবার ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তাদের সেখানে ভর্তি করা হয়েছে।

আরিয়ানের বাবা মো. রেজাউল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে দুজনকে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশংকাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মিরপুর থেকে দগ্ধ দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে আর আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের দুইজনের অবস্থাই আশংকাজনক। তাদের দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে।

Advertisement

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস