ধর্ম

উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে দোয়া

মুমিন কাউকে উপকরার করলে কখনোই তার থেকে কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব হচ্ছে উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে স্বীকার করা এবং তার জন্য দোয়া করা। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি বলেছেন এবং একটি দোয়া উল্লেখ করেছেন। উপকারীর জন্য সে দোয়াটি কী?

Advertisement

 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ কারো উপকার করলে সে যদি উপকারীকে এই কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা সর্বোত্তম প্রশংসা করা হবে।' কথা টি হলো-

হজরত উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে-

جَزَاكَ اللَّهُ خَيْرًا

Advertisement

উচ্চারণ : ‘ঝাযা-কাল্লা-হু খাইরান।’

অর্থ : ‘তোমাকে আল্লাহ তাআলা কল্যাণকর প্রতিদান দিন’

তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করলো।’ (তিরমিজি ২০৩৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় মুমিন মুসলমানের উপকারে দোয়াটি বেশি বেশি করে পরিপূর্ণ প্রশংসা করার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/এএসএম