দেশজুড়ে

বগুড়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের হাতাহাতি

বগুড়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

দলীয় একাধিক সূত্র জানায়, বিজয় দিবসের সকালে দলীয় কার্যালয়ের সামনে নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। সকাল ৭টার দিকে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা জাতীয় পতাকাসহ নিজ নিজ পতাকা উত্তোলেন করেন। এরপরই জেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। পরে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের অনুসারীরাও স্লোগান শুরু করলে উভয় গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দলীয় কার্যালয়সহ নগরীর সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে খোকন পার্কে শহীদ মিনারের ফুল দিতে যান। কিছুক্ষণ পর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ একটি মিছিল সাতমাথা চত্বর হয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুই পক্ষের মিছিল-পাল্টা মিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

এদিকে বিজয় দিবসের কর্মসূচি শেষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগ কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন সভাপতি-সম্পাদক। একমাস ৯ দিন পর দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ পেলেন তারা। এরআগে গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। এরপর থেকেই ছাত্রলীগ কার্যালয় তালাবন্ধ অবস্থায় ছিল।

ছাত্রলীগ সভাপতি সজীব সাহার অভিযোগ, কোনো কারণ ছাড়াই কতিপয় নেতাকর্মী নানা কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। ছাত্রলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্যই আজ আমি ও সাধারণ সম্পাদক তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেছি। কেউ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নু‌রে আলম জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে আনে। এ ব্যাপা‌রে কোনো পক্ষ থানায় অভি‌যোগ দেয়নি।

আরএইচ/জেআইএম

Advertisement