এক দশকে দেশে হোটেল এবং রেস্তোরাঁর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৩৬ হাজার ২৭৪টি। অথচ ২০১০ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল দুই লাখ ৭৫ হাজার ৩২৪টি। হোটেল-রেস্তোরাঁ বৃদ্ধির সঙ্গে বেড়েছে কর্মসংস্থানও। বর্তমানে এখাতে কাজ করছেন ২০ লাখের বেশি মানুষ।
Advertisement
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে এসব তথ্য। ২০২১ সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ করা হয়। জরিপের নাম ‘হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২১’। গত জুনে জরিপের প্রাথমিক ফল প্রকাশ করে বিবিএস। সবশেষ ডিসেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গত ১১ বছরে সারাদেশে হোটেল-রেস্তোরাঁয় নতুন ১১ লাখ ৬৮ হাজার কর্মসংস্থান হয়েছে। নতুন এবং পুরোনো মিলে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজারে। এর আগে ২০১০ সাল পর্যন্ত হোটেল-রেস্তোরাঁয় ৯ লাখ চার হাজার মানুষ কাজ করতেন।
তবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) হোটেল-রেস্তোরাঁ খাতের অবদান কমে এসেছে বলে জরিপে উল্লেখ করা হয়। এর হার এখন ১ দশমিক ১০ শতাংশ। অথচ এক দশক আগে এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ।
Advertisement
এই খাতের বার্ষিক মূল্য সংযোজন ২২৩ শতাংশ বেড়ে ৩৮ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক দশক আগের জরিপে হোটেল-রেস্তোরাঁর মূল্য সংযোজন ছিল ১১ হাজার ৯৮৬ কোটি টাকা।
এমওএস/জেডএইচ/জেআইএম