শেষ সেশনের দারুণ বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। চা বিরতির পর ৭৪ রানে প্রোটিয়াদের চার উইকেট তুলে নিয়ে লঙ্কান বোলাররা স্বাগতিকদের ম্যাচে ফেরান।১ উইকেটে ১৯৪ রান নিয়ে চা বিরতির পর ব্যাট করতে নেমে ২৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।বুধবার গল টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে হাশিম আমলার অভিষেক হয়। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলনায়ক। উদ্বোধনী জুটিতে আলভিরো পিটারসেন ও ডিন এলগার ৭০ রান করে সফরকারীদের উড়ন্ত সূচণা এনে দেন। দলীয় ৭০ রানে পিটারসেন ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে গেলে ডু প্লেসিসকে নিয়ে ইনিংস মেরামত করেন ডিন এলগার। এ দু’জনের ১২৫ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে প্রোটিয়ারা। কিন্তু চা বিরতির পর এলগার ফিরে গেলেই ধস নামে প্রোটিয়াদের ইনিংসে।১ উইকেটে ১৯৪ রান থেকে ৫ উইকেটে ২৬৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এক এক করে এলগার, হাশিম আমলা, ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্সকে তুলে নিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরান লাকমল-পেরেরারা।দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৬৮ রান। ক্রিজে রয়েছেন ডি কক (১৭) ও ডেল স্টেইন (০)। প্রোটিয়াদের হয়ে এলগার ১০৩ ও ডু প্লেসিস করেন ৮০ রান। এছাড়া পিটারসেন করেন ৩৪ রান। লঙ্কানদের হয়ে লাকমল ও পেরেরা দুইটি করে উইকেট লাভ করেন। অপর উইকেটটি নেন রঙ্গনা হেরাথ।
Advertisement