আইন-আদালত

শ্যামলী-এনআরকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর পাশে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবার, আহত চারজন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের ওপর শুনানি হয়েছে আজ।

Advertisement

এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রাথমিকভাবে ১০ লাখ টাকা দিতে বলেছেন হাইকোর্ট। বুধবারের (১৪ ডিসেম্বর) মধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ ৫ লাখ টাকা এবং বাকি ৫ লাখ টাকা ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এসময় শ্যামলী-এনআর কর্তৃপক্ষ ৩ লাখ টাকা দিতে চায়। তখন হাইকোর্ট বলেন, আপনাদের গাড়ি কয়টা? গাড়ি বিক্রি করে টাকা দেন। পরে তারা আজই ৫ লাখ টাকা দিতে রাজি হলে আদালত এ বিষয়ে অবকাশের পর শুনানির জন্য দিন ধার্য করেন।

আদালত বলেন, একটা দুর্ঘটনায় তিনজন মানুষ মারা গেলো, মানুষ পঙ্গুত্ববরণ করলো, আপনারা কোনো খোঁজ নিলেন না?

Advertisement

বুধবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শ্যামলী-এনআর পরিবহনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও মো. তারিকুল ইসলাম। বিআরটিএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় শ্যামলী-এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আপাতত ১০ লাখ টাকা দিতে শ্যামলী-এনআর পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্যামলী এনআর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপাশি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন।

এর আগে গত ৭ আগস্ট নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্য, আহত চারজন এবং অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিসহ সাতজনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ রুলসহ আদেশ দেন।

Advertisement

একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৫৩ ধারা অনুসারে ‘আর্থিক সহায়তা তহবিল’ গঠনের অগ্রগতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে (বিআরটিএ চেয়ারম্যান) জানাতে বলা হয়।

‘স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ হারালেন স্বামী’ শিরোনামে গত ২৬ এপ্রিল জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। এটিসহ এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে গত ৩১ জুলাই ওই রিট করা হয়।

এফএইচ/এমএইচআর/এএসএম