বিয়ে করতে নিষেধ না করাস্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—স্ত্রী: শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে; ওই মেয়ে কিন্তু অতোটা ভালো নয়।স্বামী: এতে আমার সমস্যা কী?স্ত্রী: আরে, জেনেশুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে! তুমি তাকে নিষেধ করবে না?স্বামী: আমি কেন তাকে নিষেধ করবো! আমি যখন বিয়ে করি, তখন তো সে আমাকে নিষেধ করেনি।
Advertisement
****
খাটের তলা থেকে বেরিয়ে আসোদুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—শাকিব: তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া করিস?জলিল: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।শাকিব: বলিস কী! তারপর?জলিল: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’
****
Advertisement
আরও একটা প্যান্ট আছেস্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল—স্ত্রী: একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না তো?স্বামী: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?স্ত্রী: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পেছনটা পুড়ে ফেলেছি।স্বামী: তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম আরও একটা প্যান্ট আছে।স্ত্রী: জানি, সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।
এসইউ/জেআইএম