আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ডিসেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

তাইওয়ানের আকাশে একসঙ্গে চীনের ১৮টি পারমাণবিক যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে একসঙ্গে ১৮টি বোমারু বিমান পাঠানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তাইওয়ানের দাবি, চীনা এসব যুদ্ধবিমান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চীনের বিরুদ্ধে এমন অভিযোগ আনে তাইপেই।

ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা বাহামায় গ্রেফতার

Advertisement

দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে বাহামা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের এটর্নি জেনারেল। এই ক্যারিবিয়ান দেশটির রাজধানী নাসাউতে তাকে এক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে কথা রয়েছে।

২০২২ সালে মালয়েশিয়ার শীর্ষ ১০ ধনীর তালিকা

করোনা মহামারি ও বন্যার পর ধাক্কা খায় মালয়েশিয়ার অর্থনীতি। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে মালয়েশিয়ার প্রবৃদ্ধি হয় পাঁচ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় দেশটির প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ায়। তবে জুনের আগে টানা ১২ মাস শেয়ারবাজারে সামান্য পতন দেখা যায়। সে সময় ডলারের বিপরীতে রিঙ্গিতের মানও কমে যায়। এতে গত বছরের তুলনায় দেশটির শীর্ষ ৫০ ধনীর সম্পত্তি ১০ শতাংশ কমে ৮০ দশমিক ৫ ডলারে দাঁড়ায়।

জন্মহার বাড়াতে অভিভাবকদের আর্থিক প্রণোদনা বাড়ালো জাপান

Advertisement

দীর্ঘদিন ধরে নিম্ন জন্মহার সংক্রান্ত সমস্যায় ভুগছে জাপান। এবার এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সন্তান জন্মদানে অভিভাবকদের আর্থিক প্রণোদনা বাড়ালো দেশটির সরকার। ২০২৩ সাল থেকে প্রত্যেক সদ্যজাত সন্তানের জন্য অভিভাবকরা পাবেন এককালীন ৫ লাখ ইয়েন, বাংলাদেশি টাকায় যা ৩ লাখ ৭৫ হাজার ৫০২ টাকা। এর আগেও সাধারণ জনগণকে সন্তান জন্মদানে উৎসাহী করতে বিভিন্ন পদক্ষেপ নেয় দেশটি। কিন্তু আশানুরূপ সুফল আসেনি। তাই এবার প্রণোদণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিশিদা প্রশাসন।

শিগগির বৈঠকে বসছেন পুতিন-শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিগগির বৈঠকে বসছেন। ২০২২ সালের বিষয় বা ইস্যুগুলো নিয়েই মূলত এই বৈঠক। ডিসেম্বরেই এই বৈঠক হবে, রাশিয়ার বিজনেস ডেইলি ভেদোমোস্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

মেসি আছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতা ‘সময়ের ব্যাপার মাত্র’

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতর সবচেয়ে বেশি সমর্থক পাওয়া দলগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা। এর পেছনে কিছুটা ভাগ্যের অবদান রয়েছে বটে। তারা বেশিরভাগ ম্যাচ খেলেছে বিশ্বকাপের বৃহত্তম ভেন্যু দোহার লুসাইল স্টেডিয়ামে। সেখানে একসঙ্গে প্রায় ৮৯ হাজার মানুষ বসতে পারেন। তবে সেখানে নীল-সাদা রঙের ১০ নম্বর জার্সি পরা মেসি ভক্তদের সবাই কিন্তু একই দেশ থেকে যাননি, এমনকি তারা একই মহাদেশেরও বাসিন্দা নন।

হংকংয়ে মিডিয়া টাইকুন জিমি লাইয়ের নিরাপত্তা আইনে মামলা স্থগিত

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইয়ের বিরুদ্ধে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে করা মামলার বিচার কার্যক্রম আগামী ১০ মাস পর্যন্ত স্থগিত করেছেন আদালত। গত বছর হংকংয়ে চীনের নিরাপত্তাবিষয়ক এই আইন কার্যকর হয়। হংকংয়ের উচ্চ আদালতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল জিমি লাইয়ের বিরুদ্ধে। কিন্তু আদালত শুনানিতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পুনরায় দিন ধার্য করেন।

এবার বার্ষিক সংবাদ সম্মেলন করছেন না পুতিন

সার্বিক পরিস্থিতি নিয়ে বছর শেষে করা সংবাদ সম্মেলন এবার করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঐতিহ্যগতভাবে করে আসা সংবাদ সম্মেলন এবার হচ্ছে না যেটি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় থেকে চালু ছিল।

অরুণাচল সীমান্তে ভারত- চীনের সেনাদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ৯ ডিসেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দেশ দুটির সেনাদের মধ্যে।

করোনায় একদিনে ৯৬৭ মৃত্যু, শীর্ষে ফ্রান্স

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৩৫৭ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৪৩ জন।

এমএসএম/এমএস