খেলাধুলা

পিএসএলের চেয়ে বিপিএলই সেরা : মুশফিক

অবশেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিযাম অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার দল করাচি কিংস প্লে-অফ রাউন্ডে উঠলেও, মুশফিক এবং সাকিব দু’জনই এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার ফিরে আসেন দেশে। এ নিয়ে দেশের বাইরে দ্বিতীয়বার কোন লিগ খেলতে গেলেন মুশফিক; কিন্তু অভিজ্ঞতাটা মোটেও ভালো নয় বাংলাদেশের সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।করাচি কিংসের হয়ে গ্রুপ পর্বে ৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন মুশফিক। এই তিন ম্যাচে তার মোট রান ২৪.৫০ গড়ে ৪৯। এর মধ্যে এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৩৩ রান। পরিসংখ্যান দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে, তিন মাচে মাত্র ৮৯ রান? তাদের জন্য বলতে হয়, মুশফিক এই তিন ম্যাচেও নিজেকে প্রমাণ করার কোন সুযোগ পাননি। কারণ, এই তিন ম্যাচের মধ্যে ২টিতেই তিনি মাঠে নেমেছেন ৭ নম্বরে। সুতরাং, পিএসএল মুশফিকের কাছে একটা দুঃস্বপ্নই হয়ে থাকলো।আরব আমিরাত থেকে দেশে ফেরার পর মুশফিক বলেন, ‘আমি জানি, আমার পারফরম্যান্স এর চেয়ে অনেক ভালো। কিন্তু আপনি দেখে থাকবেন যে, আমি পর্যাপ্ত সুযোগই পাইনি নিজেকে প্রমাণ করার। সাত নম্বরে ব্যাট করাটা আমার জন্য কখনওই উপর্যুক্ত স্থান নয়। তবুও আমি চেষ্টা করেছি, স্কোরবোর্ডে রান যোগ করার জন্য।’পিএসএলে কী অর্থের জন্যই গিয়েছিলেন মুশফিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে টাকা কোন বিষয় না। আমি সেখানে গিয়েছিলাম মুলতঃ ভেবেছিলাম যে, সেখানে কিছু ম্যাচ খেলার ভালো সুযোগ পাবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সুযোগ আমি পাইনি। যদি আমি আরও খেলতে পারতাম এবং নিয়মিত ৬ নম্বরে ব্যাট করতে পারতাম, তাহলে সম্ভবত আরও ভালো করতে পারতাম।’আয়োজনের দিক থেকেও পিএসএল নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। তিনি বলেন, `কিছু কিছু বিষয়ে এই টুর্নামেন্টটা কিছুটা সুসংঠিত। যদিও আমাদের অনুশীলনের সুযোগ ছিল না বললেই চলে। সবচেয়ে বড় কথা, সবদিক বিবেচনায় টুর্নামেন্ট হিসেবে পিএসএলের চেয়ে বিপিএল অনেক বেশি এগিয়ে রয়েছে।`আইএইচএস/পিআর

Advertisement