সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের জোগানদাতা তৈরি পোশাকশিল্প। এই পোশাক শিল্প খাত ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে।
Advertisement
এসব কাজে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার দেবে এডিবি। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি টাকা। মূলত এনভয় টেক্সটাইলস লিমিটেকে দেওয়া হয় এই ঋণ।
রোববার (১১ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।
এবিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট (প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) অশোক লাভাসা বলেন, তৈরিপোশাক বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে। আমদানিকৃত সুতার উপর নির্ভরতা হ্রাস করবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে। পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পরে অর্থায়ন করছে এডিবি।
Advertisement
এমওএস/এমএইচআর/জিকেএস