বাংলার রাজনৈতিক আকাশে এখন অনেক ধরনের শকুন। কেউ মূলধারার শক্তি সেজে অপশক্তি হয়ে উড়ছে। কেউ অশুভ শক্তি হয়ে ভাসতে চাইছে। বিদেশি শক্তিও বলছে, আমরাও সবকিছু বুঝে শুনে উড়তে চাইব।
Advertisement
দেশের নামধারী রাজনৈতিক দল বিএনপি। তাদের সমর্থকদের অনেকেই বলেন, জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা করতে হবে। এমন বক্তব্যগুলো হাসায়। আমার প্রশ্ন, সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের আদর্শটা কি ছিল? আমার মনে হয় না, কারও কাছে কখনও এর উত্তর ছিল বা আজও কারও কাছে আছে।
এদিকে খুব বড়াই করে তারা জিয়ার বহুদলীয় গণতন্ত্রের কথাও বলে। অথচ হ্যাঁ ও না ভোট প্রচলনের মধ্য দিয়ে তিনি প্রহসনের নির্বাচন দিতেন। ক্ষমতার মসনদে বসে নিজের চেয়ার আঁকড়ে রাখতে প্রতিপক্ষ মনে করতো বিশেষ ব্যক্তিদের জীবন থেকে সরিয়েও দিতেন। তার খুনে চোখ একজন হত্যাকারী হিসেবেই তাকে পরিচিত করায়। ওই চোখ নিকৃষ্ট শাসকের! বিএনপি আজ অব্দি তাদের আদর্শিক অবস্থানও স্পষ্ট করতে পারেনি।
বিএনপি, দলটির বয়স একেবারে কম নয়। অথচ রাজনৈতিক দল হতে পারলো না। ৪৪ বছরের মধ্যে দলটি স্বাধীনতাবিরুদ্ধ শক্তির দ্বারস্থ হয়ে প্রায় দুই যুগ ধরে অপরাজনীতি করছে। তাদের সমাবেশগুলোয় লোক জমায়েত করে দেয় জামায়াতে ইসলামী ও হেফাজত ইসলামের একাংশ।
Advertisement
হালে ওয়াজ ক্লাবের কথিত আলেমদের অনুসারীরাও তাদের সমাবেশে। অথচ দলটি জাতীয়তাবাদ ধারণ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মতো নেতাদের শ্রদ্ধা করে আওয়ামী লীগকে সত্যিকারের চ্যালেঞ্জ জানাতেই পারতো। তা তারা করতে পারেনি। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। বিএনপির ১০ ডিসেম্বর তাহলে কী সাক্ষ্য দেয়?
বিএনপি এখন নতুন বছর থেকে স্বভাবসুলভ কায়দায় নাশকতার রাজনীতি করবে। আর আমাদের কষ্ট করে তা প্রতিহত করতে হবে। পুলিশ ভাইদের সমস্যা হবে। তাদের ওপর ওরা আক্রমণ চালাবে। দোষ হবে আবার আমার দেশের দেশপ্রেমিক পুলিশ প্রশাসনের। সঙ্গত কারণে, বুদ্ধিবৃত্তিক রাজনীতির মাধ্যমে আমি নিজেই এই রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলা করার ঘোষণা রাখছি।
প্রশাসনিক হস্তক্ষেপে নিয়মিত হলে মানুষ মনে করে, পুলিশ দিয়ে চলছে আওয়ামী লীগ। কাজেই আমি দলের হয়ে আলাদা কিছু করতে চাই। কিন্তু তারা দলের নয়াপল্টন কার্যালয়ে বোম-ককটেল রাখবে, আইন প্রয়োগকারী সংস্থার ওপর তা নিক্ষেপ করবে, পুলিশ প্রশাসন তো তখন আর বসে থাকবে না।
বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ইস্যুতে কোনো আপস করতে পারব না। ঝুঁকি নিয়ে লড়ব। রাজনৈতিকভাবে মোকাবিলা করে এই বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাবই শুধু নয়, আদর্শিক জায়গা থেকেও তাদের পরাভূত করতে হবে। কারণ, থিওরিটিক্যালি ও প্র্যাকটিক্যালি বিএনপি আদর্শহীন। তাদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট নয় এবং সংস্কারের পথেও যায়নি তারা।
Advertisement
অন্যদিকে জনস্বার্থে তাদের কথিত রাজনীতি প্রমাণ করায় না যে, তারা বাংলাদেশের মানুষকে নিয়ে উন্নত চিন্তা করতে পারছে। অথচ এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই রকম ১০ ডিসেম্বরের তারিখ আসতেই থাকবে। আর এই সব তারিখ মোকাবিলা করত এবং রাজনৈতিক অপশক্তির ইচ্ছেগুলোর কবর রচনা করেই দেশাত্মবোধে আপ্লুত হয়ে জয় বাংলা ধ্বনিতে থাকতে চাই।
বাংলার আকাশে শকুন উড়তো, উড়বে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সংগঠিত করে শেখ হাসিনার দল ও সরকারকে এগিয়ে নিয়ে যাওয়াই আগামী দিনের চ্যালেঞ্জ বলে আমি মনে করি।
লেখক: সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
এইচআর/জিকেএস/ফারুক