আপেক্ষিকতা
Advertisement
পৃথিবীর সবই আপেক্ষিক!যার শুরু আছে,কোথাও না কোথাও আছে তার শেষ;তবুও সব ঘটনারই রয়ে যাবে ভালো বা খারাপ মুহূর্ত,রয়ে যাবে এক প্রখর রেশ।
এই যে কত চেনা মুখ,সময়ের বিবর্তনে হারিয়ে যাবে একদিন সবই!স্মৃতির পাতায় হয়ে যাবে সব,অধরা কিছু ছবি।
থেমে যাবে পথ চলা,মুছে যাবে সব স্মৃতি,হিসাব সব থাকবে পড়ে,অসমাপ্ত রবে জীবনের পরিমিতি।
Advertisement
প্রকৃতি চলবে আপন নিয়মেএকই থাকবে সব ধারা!আমিই শুধু নিস্তব্ধ তখনথাকবে না কোনো তাড়া!
সব থেমে গেলেওকখনো থামবে না সময়কালে কালে হতে থাকবে শুধুঅস্তিত্বের ক্ষয়!
কবি: দ্বাদশ শ্রেণি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
এসইউ/জেআইএম
Advertisement