মুসাফির থাকা অবস্থায় জোহর কিংবা চার রাকাত বিশিষ্ট নামাজ কাজা হলে মুকিম হওয়ার পর সেই কাজা নামাজ কীভাবে পড়তে হবে? মুকিম হওয়ার পর এ নামাজ ৪ রাকাত না কি ২ রাকাত কাজা পড়তে হবে? এ সম্পর্কে ইসলামের বিধান কী?
Advertisement
মুসাফির অবস্থায় কাজা হয়ে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামাজ মুকিম অবস্থায় দুই রাকাতই পড়তে হয়। সুতরাং মুসাফির থাকা অবস্থায় জোহর বা চার বিশিষ্ট নামাজ কাজা হলে মুকিম হয়ে যাওয়ার পরও তা দুই রাকাতই আদায় করতে হবে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন-
إِذَا نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَهَا فِي السّفَرِ صَلّى صَلَاةَ الْحَضَرِ وَإِذَا نَسِيَ صَلَاةً فِي السّفَرِ فَذَكَرَهَا فِي الْحَضَرِ صَلّى صَلَاةَ السّفَرِ
‘কোনো ব্যক্তি যদি মুকিম অবস্থায় কোনো নামাজ পড়তে ভুলে যায় তারপর মুসাফির অবস্থায় সে নামাজের কথা স্মরণ হয় তাহলে সে মুকিমের মতো তা কাজা করবে। আর যদি মুসাফির অবস্থায় কোনো নামাজ পড়তে ভুলে যায় তারপর মুকিম অবস্থায় সে নামাজের কথা স্মরণ হয় তাহলে সে মুসাফিরের মতো তা কাজা করবে।’ (মুসান্নাফ ইবনু আবি শায়বা ৪৭৭৬)
Advertisement
এমএমএস/এএসএম