আন্তর্জাতিক

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ৫ বছর জেল

জালিয়াতির অভিযোগে হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে পাঁচ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার (১০ ডিসেম্বর) তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। লিজ চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হলো।

Advertisement

৭৫ বছর বয়সী লাইয়ের একটি প্রাইভেট কোম্পানি ডিকো কনসালট্যান্টস লিমিটেড রয়েছে। জিমি লাই হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকারও প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি বেইজিংয়ের কট্টর সমালোচক।

২০১৯ সালে গণতন্ত্রপন্থি আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেওয়ার দায়ে আগেও তাকে সাজা দেওয়া হয়েছিল।

জেলা আদালতের বিচারক স্ট্যানলি চ্যান বলেছেন ‘একজন মিডিয়া টাইকুনের এ বিচার ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণের সমতুল্য না।’

Advertisement

বিচারক আরও বলেছেন, লাই গত অক্টোবরে অফিসের জায়গা বেআইনিভাবে দখলের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি কোন অনুশোচনা বোধ করেননি। লাইকে ২০ লাখ অর্থ জরিমানাও করা হয়েছে।

নেক্সট ডিজিটালের প্রধানও জিমি লাই। এদিকে, ২০২১ সালে তার অ্যাপল ডেইলি বন্ধ ঘোষণা করা হয়।

ওয়াং ওয়াই-কেউং নামে, ৬১ বছর বয়সী নেক্সট ডিজিটালের নির্বাহীও দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার ২১ মাস জেল হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সরকারগুলো লাইয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীন-আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষায় বৃহত্তর অবনতি বলে নিন্দা জানাচ্ছে।

Advertisement

নিউইয়র্ক-ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক মায়া ওয়াং লাইকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, লাইয়ের বিরুদ্ধে আরেকটি জাতীয় নিরাপত্তা আইনে মামলার বিচারকাজ মঙ্গলবার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। গত বছর হংকংয়ে চীনের নিরাপত্তাবিষয়ক এই আইন কার্যকর হয়।

সূত্র: বিবিসি, রয়টার্স

এসএনআর/এএসএম