রাজনীতি

এতদিন ওয়ার্ম ওয়ার্ক করেছি, সামনে শেষ যুদ্ধ: টুকু

গণসমাবেশকে ‘ওয়ার্ম ওয়ার্ক’ উল্লেখ করে সামনে ‘শেষ যুদ্ধ’ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

Advertisement

তিনি বলেন, ‘আমরা ১০টা মিটিং করেছি। আজকে শেষ মিটিং। এ মিটিংকে আমরা বলবো ওয়ার্ম ওয়ার্ক। তারপর শুরু হবে রাজপথের সংগ্রাম। এরপরে হবে আমাদের শেষ যুদ্ধ। সেই যুদ্ধে আমরা জয়লাভ করবো।’

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আজকের সমাবেশ থেকে আমাদের প্রধান অতিথি সরকার পতনের ১০ দফা ঘোষণা করবেন। পরবর্তী কর্মসূচির রূপরেখা ঘোষণা হবে।’

Advertisement

তিনি বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমাদের ওপর সরকারের কর্মচারীরা যে হামলা করেছে, তা ১৯৭১ সালের ২৫ মার্চের পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার চেয়ে কম কিছু নয়। আমরা বলতে চাই, ক্ষমতা বেশিদিন থাকবে না। ইতিহাস পড়েন, শিক্ষা নেন।’

টুকু বলেন, ‘মানুষ ক্ষেপে গেছে। যত বাধাই দেন, যতই গুলি করেন, মানুষের কাছে সেটা কিছুই নয়। যার কারণে কাল অনুমতি পাওয়ার পরপর এ মাঠ কানায় কানায় ভরে গেছে।’

কেএইচ/এএএইচ/এএসএম

Advertisement