কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামের এক কৃষকের তিন বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
Advertisement
শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাঠে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম।
কৃষক রেজাউল ইসলাম বলেন, শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধান গুলো কী দোষ করল? জমিতে রাখা ধানগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এতে আমার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। ধানের গাদায় আগুন দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। প্রতি বছরই ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আসলেই দুঃখজনক। জমিতে রাখা ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Advertisement
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জাগো নিউজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আল মামুন সাগর/জেএস/জেআইএম