ঢাকায় বিএনপির গণসমাবেশে লাখো মানুষ। সমাবেশস্থল গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে চলে গেছেন নেতাকর্মীরা। তবে পুলিশের দেওয়া মাইক ব্যবহারের শর্ত মেনে সমাবেশ করছে বিএনপি। ফলে মাঠের আশপাশে কোনো মাইক চোখে পড়েনি। মঞ্চ থেকে কী বক্তব্য দেওয়া হচ্ছে তা শুনতে পাচ্ছেন না আশপাশে অবস্থান করা নেতাকর্মীরা। তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রের বার্তা তৃণমূলে পৌঁছে যাবে।
Advertisement
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার পর শুরু হয় সমাবেশ। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।
তবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, গোলাপবাগ মাঠের আশপাশের এলাকায় কোনো মাইক চোখে পড়েনি। মাঠের আশপাশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী অবস্থান নিয়েছেন। কিন্তু তারা সমাবেশের কোনো বক্তব্য শুনতে পারছেন না। তবে বিভিন্ন স্লোগান দিয়ে উজ্জীবিত রাখছেন কর্মীদের।
চট্টগ্রাম থেকে আসা বিএনপির এক নেতা মো. মাহবুব আলম বলেন, সরকার ছোট একটি মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। কিন্তু আমাদের লাখ লাখ লোক হয়েছে। মাইক না থাকায় কী বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা তা শোনা যাচ্ছে না। তবে দলের বার্তা আমাদের কাছে চলে আসবে।
Advertisement
মিরপুর থেকে এসে স্টেডিয়াম মোড়ে অবস্থান করা বিএনপির সমর্থক জাহাঙ্গীর বলেন, সমাবেশে আসছি এটাই যথেষ্ট। ভেতরে কি হচ্ছে তা পরে জানতে পারবো।
পিয়ার আলী নামের আরেক সমর্থক বলেন, সমাবেশে যোগ দিতে আসলাম। অনেক লোক হয়েছে। মাঠের কাছাকাছিও যেতে পারছি না। আশপাশে মাইকও নাই। সবাই যেটা শুনে যাবে আমিও সেটা শুনেই সমাবেশ থেকে যাবো।
আরএসএম/জেডএইচ/জিকেএস
Advertisement