রাজনীতি

এখনো সমাবেশে আসছেন বিএনপির কর্মীরা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে সকাল ১০টায়। সায়েদাবাদ টার্মিনালের পাশের গোলাপবাগ মাঠে চলছে এই গণসমাবেশ। দুপুর ১২টার দিকে সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এখন চলছে বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য। তবে এখনো বিভিন্ন এলাকা থেকে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

সমাবেশস্থল ঘিরে বিভিন্ন এলাকায় সাঁজোয়া যান, জলকামানসহ অবস্থান নিয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা। তবে সমাবেশস্থলে আসা কাউকে বাধা দিচ্ছেন না তারা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে ৩২ হাজার সদস্য।

Advertisement

সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনও নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাংচুরের চেষ্টা করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এএএম/এমএইচআর/জিকেএস