চট্টগ্রামের পটিয়ায় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী অনলাইনে প্রকাশ হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। দুর্নীতি দমন কিংবা প্রতিরোধের কথা মুখে বললে হবে না, অন্তরে লালন করতে হবে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করতে হবে। এজন্য সেবাদাতা এবং সেবাপ্রার্থী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
Advertisement
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় পটিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তিনি একথা বলেন। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক, টিআইবি এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সনাক পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা প্রকৌশলী জাহিদুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন। পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লায়ন শংকর সেনগুপ্ত, সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।
Advertisement
সভাপতির বক্তব্যে ইউএনও আতিকুল মামুন বলেন, কোনো দপ্তর কিংবা সরকারি অফিসগুলো দুর্নীতি করে না। দুর্নীতি করে অফিসগুলোর কিছু লোকজন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছে। সরকারি সব অনলাইনভিত্তিক হচ্ছে, এরফলে আর্থিক দুর্নীতি কমেছে। সরকার সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষিত করছে, স্বাবলম্বী করছে। এতে অনিয়ম দুর্নীতির মনোভাব কমে আসছে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ হওয়ার পথে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু বলেন, দুর্নীতি কমাতে হলে মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে। যেখানে দুর্নীতি হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে ধীরে ধীরে সমাজ থেকে দুর্নীতির কমে যাবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় পটিয়া উপজেলা পরিষদ গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ ছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক-টিআইবি, ইয়েস গ্রুপ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় সততা সংঘ অংশ নেন।
ইকবাল হোসেন/এমএএইচ/
Advertisement