আন্তর্জাতিক

সেমিতে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা? কলকাতায় টানটান উত্তেজনা

ধৃমল দও, কলকাতা: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা) শুরু হবে খেলা। একই দিন মাঠে নামছে আরেক ফেভারিট আর্জেন্টিনাও।

Advertisement

শুক্রবার ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হবে সেমিফাইনালে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার ‍সুযোগ পাবে লাতিন আমেরিকার যেকোনো একটি দল। তা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতার ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার দুর্দান্ত জয় কলকাতার সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। তাদের আশা, আজকের ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে অন্তত দুই গোলে জিতবে মেসি বাহিনী।

আর ব্রাজিল সমর্থকরা বলছেন, ক্রোয়েশিয়ার জালে অন্তত তিনবার বল জড়াবেন নেইমাররা। আজও দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে উঠবে ব্রাজিল।

Advertisement

বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে বাহারি রঙে রঙিন হয়ে উঠেছ কলকাতা ও পার্শ্ববর্তী শহরগুলো। কোথাও সেজেছে নীল-সাদা রঙে, কোথাও ভরে উঠেছে হলুদ-সবুজে। বাড়ির দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে মেসি-নেইমারদের ছবি।

খেলার আগে কলকাতার অলিগলি, ক্লাবে ও পাড়ার চায়ের দোকানগুলোতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল। সবারই এক প্রশ্ন, চ্যাম্পিয়ন হবে কে?

কেএএ/

Advertisement