জাতীয়

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে ৫৭ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

চট্টগ্রামে নগরকেন্দ্রিক পরিবেশবান্ধব মেট্রোরেল নির্মাণে বাংলাদেশকে ৫৭ কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) এই অনুদান দেবে।

Advertisement

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি প্রসারসহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে অনুদান বিষয়ক চুক্তি সই হয়েছে।

ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোরেল এরিয়া প্রকল্পের আওতায় এই অনুদান চুক্তি সই হয়।

Advertisement

প্রকল্পে অনুদান সহায়তা বাবদ বাংলাদেশকে ৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৭ কোটি টাকা) দেবে দক্ষিণ কোরিয়া।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন উপস্থিত ছিলেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন, যানজটমুক্ত সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রচলন ও চট্টগ্রামে নগরকেন্দ্রিক পরিবেশবান্ধব মেট্রোরেল নির্মাণ। এছাড়াও চট্টগ্রামে অবস্থিত পরিবহন খাতে নিজস্ব সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সম্ভাব্যতা যাচাই। এরপর মাস্টার প্ল্যানের আলোকে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হবে।

এমওএস/কেএসআর/জেআইএম

Advertisement