রাজনীতি

রেলকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম

জনগণের সম্পদ রেলকে লুটেরাদের কবল থেকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার সকালে ঢাকায় রেল মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনগণের সম্পদ রেলকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী ধারাবাহিকভাবে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সেবা না বাড়িয়ে প্রতিবছর রেলের ভাড়া বাড়ানো হচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি’র পরামর্শে রেলকে ‘ডাউন সাইজ’ করা হচ্ছে।তিনি আরো বলেন, রেলওয়ের সম্পত্তি নিয়ে ব্যবসা চলছে। সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে রেলওয়ে। সরকার রেলকে সংকুচিত করে ব্যক্তিমালিকানাধীন পরিবহন খাতকে ধীরে ধীরে শক্তিশালী করছে। বাংলাদেশে মাত্র ৮০ লক্ষ টাকায় ট্রেনের বগি তৈরি সম্ভব, সেখানে ইন্দোনেশিয়া থেকে ৪ কোটি টাকা দিয়ে বগি কেনা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতি ও তৎপরতার বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, রেল এমন একটি পরিবহন মাধ্যম, যেখানে অল্প সময়ে এবং অল্প খরচে ব্যাপক যাত্রীর যাতায়াত সম্ভব। পার্শ্ববর্তী দেশ ভারতে যখন ট্রেনের ভাড়া কমানো হচ্ছে, তারপরও তারা লাভ করছে। কিন্তু বাংলাদেশে যাত্রীভাড়া বাড়িয়ে রেলের লোকসান কমানোর কথা বলা হচ্ছে।তিনি আরো বলেন, লোকসান কমানোর উপায় হল রেলকে আরো বেশি যাত্রীবান্ধব করা, এই খাতে সব ধরনের দুর্নীতি-অনিয়ম-ভুলনীতি রোধ করা। ৬শ` কোটি টাকা ব্যয় করে ডেমু ট্রেন এনে লোকসান গুনছে সরকার, অথচ এই টাকা পরিকল্পিতভাবে ব্যয় করা হলে রেলের গতি সঞ্চার হতো।সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শাহ আলমের সভাপতিত্বে ও বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাভলু, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তিআরএস/এবিএস

Advertisement