পতাকা, আমাদের গৌরব
Advertisement
একটি পতাকার কাছে আমরা ঋণী—যুদ্ধ, খুন, লুট, নারীত্ব বিসর্জনেএ পতাকা—লাল-সবুজ—আমাদের গৌরব।
সেদিন অনেক পতাকা ছিলশিশু ভূমিষ্ঠ হওয়ার সময় কেঁদে ওঠার মতোআনন্দে কেঁদেছিলাম আমি পঞ্চান্ন হাজার বর্গমাইল।
১৬ ডিসেম্বর ১৯৭১ থেকেএ পতাকা শুধুই আমার।
Advertisement
****
বিজয়, তুমি ভালোবাসার স্মারক
১৬ ডিসেম্বর, আমরা তোমাকে ভালোবাসিতুমি ছাড়া আর বড় কিছু আছে কী!আমরা তোমার কাছেই ঋণীএরকম ভালোবাসা আর কেউ দিতে পারেনি!
নয় মাসের পাহাড় আগলে রাখা—রক্তারক্তি, সম্ভ্রম লুট, আশ্রয়হীন হয়েওতুমিই বড় উপহার, বৃহত্তম ভালোবাসার স্মারক।
Advertisement
****
ওহ, স্বাধীনতা
সোনারোদ বলে ওঠে, স্বাধীনতাশীতরোদ মেখে শিশু বলে, স্বাধীনতা।মুক্ত বিহঙ্গের ধূসর ডানায়সোনা ঝিলিমিলবলে, ‘এসো, স্বাধীনতা’।
সোনা-অক্ষরে স্বাধীনতাশাপলা হেলেঞ্চা পদ্মর জলে স্বাধীনতাদোয়েলের শিসে স্বাধীনতা।
পোয়াতি বউ, আসাদের শার্ট, মতিউরেরাবেলে মাঠ, জ্যোৎস্নামাখা সোনালি ক্ষেতপদ্মা-ধরলা-কর্ণফুলীর কলধ্বনিস্বাধীনতা-স্বাধীনতা।
সুন্দরবন, কক্সবাজার, থানচিজকিগঞ্জ, টেকনাফ, তেঁতুলিয়া, শ্যামনগরকোরাস সুরে গেয়ে ওঠে,স্বাধীনতা-স্বাধীনতা।
এসইউ/এএসএম