বিনোদন

জবিতে চার দিনব্যাপী ‘সিনেশো’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী ‘সিনেশো-২০২২’ শুরু হয়েছে। চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনীতে সমসাময়িক শিল্পমান সম্পন্ন দেশি ও বিদেশি বাংলা চলচ্চিত্র দেখানো হবে।

Advertisement

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই শো-এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আগামী ৮, ৯ ও ১১ ডিসেম্বর সিনেমা প্রদর্শিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, এই চলচ্চিত্র প্রদর্শনীতে থাকছে রায়হান রাফী নির্মিত ‘দামাল’, মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’, গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘গুণিন’ এবং তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’।

এছাড়াও কলকাতা, ভারত থেকে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নির্মিত ‘কালকক্ষ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Advertisement

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার বলেন, আমরা চাই যে মানুষ সিনেমার সঙ্গে থাকুক। সিনেমাকে ভালোবাসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমাদের এই আয়োজন।

সভাপতি তানভীর আহমেদ বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ধারার চলচ্চিত্রের দর্শক তৈরি করা। বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংস্কৃতি গড়ার জন্য বরাবরের মতো আমরা সিনেশো-এর আয়োজন করে থাকি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের মেন্টর ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এ রকম চলচ্চিত্রের প্রদর্শনী প্রত্যেক মাসে একবার করা উচিত। আমেরিকায় পড়াশোনা করার সময় আমিও ফিল্ম ক্লাবের সদস্য ছিলাম। আমরা নিয়মিত এ রকম আয়োজন করতাম।

এমআরএম/এএসএম

Advertisement