খেলাধুলা

ভারতের বিপক্ষে রেকর্ড, সপ্তম উইকেটে দেশের দ্বিতীয় সেরা জুটি

যেন অসাধ্য সাধন করে দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। একশ করাই কঠিন মনে হচ্ছিল তখন।

Advertisement

সেখান থেকে মাহমুদউল্লাহ আর মিরাজ মিলে গড়লেন ১৪৮ রানের অবিশ্বাস্য এক জুটি। যে জুটিতে ভর করে বাংলাদেশও পেলো ৭ উইকেটে ২৭১ রানের লড়াকু সংগ্রহ।

মিরাজ-মাহমুদউল্লাহর জুটিটি ওয়ানডেতে যে কোনো উইকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড। এই প্রতিপক্ষের বিপক্ষে এর আগে বাংলাদেশের রেকর্ড জুটিটি ছিল ১৩৩ রানের। ২০১৪ সালে ফতুল্লায় এনামুল হক বিজয় আর মুশফিকুর রহিম মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন এই জুটি।

রেকর্ড হয়েছে আরও একটি। ওয়ানডেতে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ-মিরাজ।

Advertisement

এই উইকেটে টাইগারদের সবচেয়ে বড় জুটির মালিক হলেন আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজ। এ বছরেরই ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে এই জুটি সপ্তম উইকেটে তুলেছিলেন ১৭৪ রান।

এমএমআর/এএসএম