তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করবেন যেভাবে

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে টেক্সট চ্যাট ছাড়াও ভিডিও ও অডিও কলের সুবিধা আছে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে তুলছে।

Advertisement

এতদিন অডিও কল রেকর্ড করার সুবিধা ছিল, তবে এখন ভিডিও কলও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা। যদিও হোয়াটসঅ্যাপে এখনো ভিডিও কল রেকর্ড করার কোনো ফিচার যুক্ত হয়নি। তবে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কাজটি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক খুব সহজেই কাজটি কীভাবে করবেন-

>> এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে এক্সরেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নিন।>> অ্যাপটি ইনস্টল করার পর যখনই কোনো ভিডিও কলা আসবে তখন ফোনের স্ক্রিনে রেকর্ডিং অপশন দেখা যাবে। >> রেকর্ডিং অপশন চালু করে হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করতে পারবেন।

তবে কারো ভিডিও কল রেকর্ড করার আগে অবশ্যই তার অনুমতি নিয়ে নিন। অন্যের অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল রেকর্ডিং করলে পরে সমস্যায় পড়তে হতে পারে। বিশ্বের অনেক দেশে এই কাজ অবৈধ।

Advertisement

সূত্র: ৯১ মোবাইলস

কেএসকে/জেআইএম