তথ্যপ্রযুক্তি

ট্রুকলারে ব্লু ব্যাজ পাবেন যারা

স্মার্টফোন অ্যাপ সহজ করছে স্মার্টফোন ব্যবহার পদ্ধতি। এরমধ্যে সবচেয়ে দরকারী এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নাম্বারগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

Advertisement

এই ফিচারই অল্পদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় করে তুলেছিল ট্রুকলারকে। এবার ট্রুকলারে আসছে ব্লু ব্যাজের সুবিধা। ব্যবহারকারীদের স্প্যাম কল ও প্রতারণা থেকে বাঁচাতে এই সুবিধা নিয়ে এলো প্ল্যাটফর্মটি। চলতি বছরেই স্প্যাম ও স্ক্যাম কল বন্ধ করতে আইওএস গ্রাহকদের জন্য বিশেষ আপডেট পাঠিয়েছিল সংস্থাটি। ফলে স্প্যাম কল ডিটেকশন আগের থেকে ১০ গুণ ভালো হয়েছিল।

সরকারি কর্মকর্তা, অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের নম্বর গুলোতে দেওয়া হবে ব্লু ব্যাজ। সেই সঙ্গে ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে একটি ডিজিটাল ডিরেক্টরি। যেখানে পাওয়া যাবে ভেরিফায়েড সরকারি বিভিন্ন অফিসের নম্বর পাওয়া যাবে। এতে কমবে সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তি। মুক্তি পাবেন প্রতারণার হাত থেকে।

সূত্র: এনডিটিভি

Advertisement

কেএসকে/এমএস