মোহাম্মদ সিরাজের বলে এনামুল হক বিজয় ক্যাচ দিয়েছিলেন প্রথম স্লিপে। রোহিত শর্মার জন্য সহজ ক্যাচই ছিল। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ভারতীয় অধিনায়ক।
Advertisement
বরং বল রোহিতের আঙুলে এমনভাবে লাগে, যাতে বেশ আঘাত পেয়েছেন তিনি। আঙুল নাড়াতে নাড়াতে মাঠ ছাড়তে দেখা যায় ভারতীয় দলপতিকে। ঝরেছে রক্তও।
জানা গেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে রোহিতকে দ্রুত পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে তার আঙুলের স্ক্যান করানো হবে। স্ক্যানের ফল আসলে বোঝা যাবে, আঙুলে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অব্স্থা পর্যবেক্ষণ করছে। এখন তাকে পাঠানো হয়েছে স্ক্যানের জন্য।'
Advertisement
এমএমআর/এমএস