জোকস

আজকের জোকস: অদৃশ্য হওয়ার ক্রিম

অদৃশ্য হওয়ার ক্রিমবাড়িতে অতিথি এসেছেন। অতিথিদের নিয়ে খেতে বসেছেন বাড়ির কর্তা-কর্ত্রী। চলছে বেশ গল্পসল্প। অতিথিদের ছোট্ট ছেলেটার সঙ্গে আবার সে বাড়ির ছোট্ট ছেলেটার দারুণ ভাব। দুজন ভেতরের ঘরে খেলছিল।হঠাৎ বড়দের সামনে এসে দাঁড়ালো দুজন। আড়চোখে দুজনকে দেখে বাড়ির কর্তার চোখ তো ছানাবড়া! দুজনের গায়েই যে জন্মদিনের পোশাক! ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেলেন তিনি। এদিকে দুজনকে চোখে পড়েছে অতিথিদেরও। তারাও ভীষণ বিব্রত! লজ্জা পেয়ে দুজনকে দেখেও না দেখার ভান করলেন তারা।খাবার টেবিল ঘিরে একবার চক্কর খেল দুজনে। ভেতরের ঘরে যেতে যেতে একজন আরেকজনকে বললো, ‘বলেছিলাম না? অদৃশ্য হওয়ার ক্রিমটা সত্যিই কাজের!’

Advertisement

****

বিল গেটসের ক্রেডিট কার্ডজেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরোনো, বৃদ্ধ কয়েদির সঙ্গে—নতুন কয়েদি: আপনি কয় বছর ধরে আছেন?পুরোনো কয়েদি: ১০ বছর।নতুন কয়েদি: আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার।পুরোনো কয়েদি: বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবন যাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গয়না কিনে দিয়েছি…নতুন কয়েদি: তারপর?পুরোনো কয়েদি: তারপর একদিন, বিল গেটস থানায় অভিযোগ করলেন, তার ক্রেডিট কার্ডটা হারানো গেছে!

****

Advertisement

বুদ্ধির নমুনাশফিকের কাছে টাকা ধার চেয়ে চিঠি পাঠিয়েছেন আবুল। শফিক জানেন, আবুল লোকটা ভালো না। একবার টাকা পেলেই হলো, ফেরত দেওয়ার সময় তার টিকিটিও পাওয়া যাবে না। এদিকে মুখের ওপর না করে দিলেও ভালো দেখা যায় না।বুদ্ধি করে শফিক লিখলেন, ‘আবুল সাহেব, আপনার চিঠিটা ভুল করে অন্যের ঠিকানায় চলে গেছে। আমি পাইনি। তাই টাকা পাঠাতে পারলাম না।’

কেএসকে/এমএস