ধর্ম

গুপ্তধনের মধ্যে লেখা ৭ উপদেশ

হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা আমাদের অনেকের জানা। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, খিজির আলাইহিস সালাম ভগ্ন দেয়ালের নিচ হতে এতিম ছেলেদের যে সম্পদ বের করেছিলেন, তা ছিল একটি স্বর্ণের পাত। এ পাতের মধ্যে ৭টি লাইন লেখা ছিল। যা ছিল উপদেশ। হাফিজ ইবনে হাজার আসকালানী তাঁর বিখ্যাত মুনাব্বিহ গ্রন্থে উল্লেখ করেছেন। উপদেশগুলো তুলে ধরা হলো-১. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির জন্য যে মৃত্যুকে নিশ্চিত জেনেও কেমন করে হাসে;২. আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, দুনিয়া একদিন খতম হয়ে যাবে জেনেও কেমন করে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়;৩. আমি আশ্চর্যবোধ করি সেই ব্যক্তির জন্য, যে তাকদিরে বিশ্বাস করার পরও কোনো জিনিস হাসিল না হলে আফসোস করে;৪. আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যার আখিরাতে হিসাব দেয়ার পূর্ণ বিশ্বাস থাকা সত্ত্বেও সে ধন সম্পদ জমা করে;৫. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর, যে জাহান্নামের আগুন বিশ্বাস করে, আবার গোনাহে লিপ্ত হয়;৬. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর, যে আল্লাহর পরিচয় জানা সত্ত্বেও সে কেমন করে অন্য জিনিসের আলোচনা করে;৭. (সর্বোপরি) আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যে বেহেশতের সুখ শান্তির কথা জানা সত্ত্বেও কি করে দুনিয়ায় শান্তির জিনিসের অন্বেষণ করে।আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে আখিরাতের বিশাল জিন্দেগির সুখ-শান্তি কামনায় দুনিয়ার জীবনে সত্য ও সঠিক পথের উপর থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement