ফিচার

মণিশঙ্করের জন্ম ও খলিল উল্লাহর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৭ ডিসেম্বর ২০২২, বুধবার। ২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

মণিশংকর মুখোপাধ্যায়ভারতীয় বাঙালি লেখক। ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন। একা একা একাশি বইটির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন ২০২০ সালে।

খলিল উল্লাহ খানষাটের দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন। চলচ্চিত্র ছাড়াও তিনি টেলিভিশন নাটকেও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্ম তার। ১৯৫৯ সালে সোনার কাজল ছবিতে প্রথম অভিনয় শুরু করেন। এছাড়াও চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন। তার অভিনীত বিশেষ নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আব্দুল্লাহ আল মামুনের ধারাবাহিক নাটক সংশপ্তক। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে- পুনম কি রাত, ভাওয়াল সন্ন্যাসী, উলঝান, সমাপ্তি, তানসেন, নদের চাঁদ, পাগলা রাজা, বেঈমান, অলঙ্কার, মিন্টু আমার নাম, ফকির মজনুশাহ ইত্যাদি। ২০১৪ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২-তে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

Advertisement

ঘটনা১৭৮২- টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।১৮৫৬- রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।১৮৭২- বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।১৯৭১- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।১৯৮৫- ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

জন্ম১৮৭৯- বাঙালি বিপ্লবী বাঘা যতীন। প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।১৯২৮- মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক নোম চম্স্কি।১৯৮৮- অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা ও মডেল এমিলি ব্রাউনিং।

মৃত্যু১৯৭০- মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক রুব গোল্ডবার্গ।১৯৯১- বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক আতাউর রহমান খান।২০১৪- বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা খলিল উল্লাহ খান।

কেএসকে/এমএস

Advertisement