দেশজুড়ে

সিলেটে টিলা কাটার দায়ে পাঁচজনের কারাদণ্ড

 

সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নগরের আখালিয়া হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। এ সময় জালালাবাদ থানার একটি দল অভিযানে সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিলাল মিয়া, বলরাম দাস, রবিন্দ দাস, জ্যোতির্ময় দাস ও জয়ন্ত দাস। বিলাল মিয়াকে তিন মাস ও বাকি চারজনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

টিলা কাটাসহ পরিবেশ বিধ্বংসী সবধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।

ছামির মাহমুদ/এসআর/এমএস