কাতার বিশ্বকাপ থেকে প্রতিদিনই ঝরছে দল। মঙ্গলবার রাত পার হলে মাত্র ৮ দলের হয়ে যাবে বিশ্বকাপ। এই ৮ দলের মধ্যে টিকে আছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। তাই বলা যায় বাঙালির বিশ্বকাপ টিকে আছে এখনো। মরুর দেশের প্রথম বিশ্বকাপে কার মুখে ফুটবে শেষ হাসি?
Advertisement
সমর্থকরা প্রত্যাশা করেন তাদের প্রিয় দলের হাতেই উঠুক সবচেয়ে মূল্যবান ট্রফিটি। এই যেমন দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত মনে-প্রাণে চান ১৮ ডিসেম্বর শেষ হাসিটা ফুটুক তার প্রিয় দল ব্রাজিলের বড় তারকা নেইমারের মুখেই।
সকালে অনুশীলন থাকে বলে গভীর রাতের খেলাটা দেখতে পারেন না মাবিয়া। সোমবার রাতে ব্রাজিল যে দুর্দান্ত ম্যাচ খেললো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ম্যাচটিও দেখতে পারেননি সকালে অনুশীলন থাকায়।
‘আমি এই ম্যাচটা মিস করেছি। কিছু করার নেই। কারণ, সকালে অনুশীলন ছিল। তবে আমি যে খেলাগুলো মিস করি সেগুলোর হাইলাইটস দেখি। অন্যদের কাছ থেকে শুনে নেই- কে কেমন খেললো’ -বলছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
Advertisement
ব্রাজিলের সমর্থক হলেন কীভাবে? ‘আমার ভাই ব্রাজিলের সমর্থক। তার কাছে ব্রাজিলের ভালো খেলার গল্প শুনতে শুনতে আমিও ওই দলের ভক্ত হয়ে যাই। তখন খেলা তেমন বুঝতাম না। এখন বুঝি এবং এটাও বুঝি যে সবচেয়ে ভালো ফুটবল খেলে ব্রাজিলই’ - বলেন মাবিয়া আক্তার সীমান্ত।
মাবিয়া বিশ্বকাপের খেলা দেখেন ২০১০ সাল থেকে ‘ওই সময় আমাদের কমনওয়েলথ গেমসের ক্যাম্প ছিল জাতীয় ক্রীড়া পরিষদে। তখন বিশ্বকাপের খেলা দেখতাম। ২০১৮ সালের বিশ্বকাপেরও কিছু কিছু ম্যাচ দেখেছি। এবার বিকেলে ও রাতের কিছু খেলা দেখেছি।’
ব্রাজিলের সমর্থকরা চান না যে আর্জেন্টিনার মেসি ভালো খেলুক; কিন্তু মাবিয়া এখানে ব্যতিক্রম। কারণ, তার প্রিয় দল ব্রাজিল হলেও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। তার খেলা ভালো লাগে।
যদি ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা হয় তখন কি করবেন? মাবিয়ার জবাব, ‘যদি ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা হয় তাহলে চাইবো মেসি ভালো খেলুক আর ব্রাজিল জিতুক।’
Advertisement
ব্রাজিলের খেলা বেশি ভালো লাগে কেন? ‘ব্রাজিলের সব খেলোয়াড়ই আত্মনির্ভর। ব্রাজিল দলটা একজনের ওপর নির্ভরশীল নয়। যেমন নেইমার না খেলতে পারলেও ব্রাজিল জিততে পারে; কিন্তু আর্জেন্টিনা আবার মেসি না থাকলে তালগোল পাকিয়ে ফেলে। তাই ব্রাজিলের খেলা এত পছন্দ’ - বলেছেন মাবিয়া।
আশপাশে তো অন্য দলের সমর্থকও থাকে। খেলা নিয়ে ঝগড়া-ঝাটি হয় না? ‘হয় না মানে? অবশ্যই হয়। আমার পরিচিত কয়েকজন আর্জেন্টিনার সমর্থক আছে। তারা সেভেনআপ বলে ক্ষেপান; কিন্তু তারাও যে গোল খায় সেটা ভুলে গেছে’ - এমন কথা কাটাকাটি ও ঝগড়াঝাটি হয় বলে জানালেন দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।
আরআই/আইএইচএস/