নিরস্ত্র প্রেমিকনাটকীয় ভঙ্গিতে প্রেমিকাকে বলল প্রেমিক, তোমার সঙ্গে আমার কি একটা মেধার যুদ্ধ হতে পারে?প্রেমিকা: না। আমি নিরস্ত্র লোকের সঙ্গে যুদ্ধ করি না।
Advertisement
****
অতীত নিয়ে পরে থাকলে যা হয়এক পথচারীর কাছে এসে এক ভিখারি ভিক্ষা চাচ্ছে। পথচারী— পথচারী: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম।ভিখারি: অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।
****
Advertisement
অদৃশ্য হওয়ার ক্রিমবাড়িতে অতিথি এসেছেন। অতিথিদের নিয়ে খেতে বসেছেন বাড়ির কর্তা-কর্ত্রী। চলছে বেশ গল্পসল্প। অতিথিদের ছোট্ট ছেলেটার সঙ্গে আবার সে বাড়ির ছোট্ট ছেলেটার দারুণ ভাব। দুজন ভেতরের ঘরে খেলছিল।হঠাৎ বড়দের সামনে এসে দাঁড়ালো দুজন। আড়চোখে দুজনকে দেখে বাড়ির কর্তার চোখ তো ছানাবড়া! দুজনের গায়েই যে জন্মদিনের পোশাক! ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেলেন তিনি। এদিকে দুজনকে চোখে পড়েছে অতিথিদেরও। তারাও ভীষণ বিব্রত! লজ্জা পেয়ে দুজনকে দেখেও না দেখার ভান করলেন তারা।খাবার টেবিল ঘিরে একবার চক্কর খেল দুজনে। ভেতরের ঘরে যেতে যেতে একজন আরেকজনকে বললো, ‘বলেছিলাম না? অদৃশ্য হওয়ার ক্রিমটা সত্যিই কাজের!’
কেএসকে/জেআইএম