সিলেটে সরকারি একটি টিলা কাটার দায়ে ইদন আলী (৫৮) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের আখালিয়ায় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইদন আলী আখালিয়া ব্রাহ্মণশাসন এলাকার বাসিন্দা।
পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান আহমদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকায় ইদন আলীকে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
এদিকে, একই দিন দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জের খান ব্রিকস ও ভূঁইয়া ব্রাদার্স নামের দুটি ইটভাটাকে পরিবেশ দূষণের দায়ে দুই লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
ছামির মাহমুদ/এসজে/এমএস